শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০৯:৩১:১৯

খেলোয়াড় হিসেবে সৌম্য তৈরি কিন্তু ছন্দে নেই: বাশার

 খেলোয়াড় হিসেবে সৌম্য তৈরি কিন্তু ছন্দে নেই: বাশার

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর আসন্ন এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দল জায়গা হয়নি ওপেনার সৌম্য সরকারের।

এশিয়া কাপে দলে প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ২৪ ঘণ্টার নোটিশে সৌম্য ও ইমরুলকে উড়িয়ে নেওয়া হয় আরব আমিরাতে। ফাইনালে ভারতের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে মূল্যবান ৩৩ রান করেন সৌম্য। কিন্তু সেই সৌম্যকেই দেশের মাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে রাখা হলো না।

এর কারণ হিসেবে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সৌম্য অনেক দিন ধরে খেলেছে। খেলোয়াড় হিসেবে সে তৈরি কিন্তু ছন্দে নেই। সেখানে শান্তকে (নাজমুল) আমাদের তৈরি করতে হবে। শান্ত-রাব্বী (ফজলে) এ ধরনের খেলোয়াড়দের সময় দিয়ে তৈরি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সৌম্য ছন্দে ফিরলে আবার দলে চলে আসবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সবাই ভালো খেলোয়াড় চাই। কিন্তু ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে কেন যেন পর্যাপ্ত সময় দিতে চাই না। যথেষ্ট ক্রিকেট না খেললে বুঝতে পারব না সে কতটা তৈরি। সাকিব এত বড় খেলোয়াড় হবে, সেটা শুরুতে কেউ চিন্তা করেনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে