মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ০৮:২৮:২৭

এতদিন পর বিতর্কিত সেই আউট নিয়ে যা বললেন লিটন দাস

এতদিন পর বিতর্কিত সেই আউট নিয়ে যা বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: লিটন দাসের রান আউটটা যদি না দিতো আম্পায়ার, তাহলে অন্তত আর ২০টা রান বেশি আসতো। আমরা তবে হারিয়েই দিতাম ভারতকে। ভক্তদের এমন আক্ষেপ এখনও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুই দেশের ক্রিকেট ভক্তদের এখনও পাল্টা বিতর্ক লেগে আছে। আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্ত এবারই যে তা কিন্তু না। গত ২০১৫ বিশ্বকাপ থেকে শুরু। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আগে থেকে একটা সন্দেহ থাকে বিতর্কিত কোনও একটা সিদ্ধান্ত বুঝি এবারও পাবে বাংলাদেশ! ঘটেও তেমনটাই।
এবারের এশিয়া কাপেও তেমন বিতর্কিত কিছু ঘটেছিল বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচে।

দলীয় ১৬৪ রানের মাথায় লিটন দাসকে বিতর্কিত রান আউট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ওই ম্যাচের টিভি আম্পায়ার রড টাকার। শোনা যায় বিতর্কিত আউটের জের ধরে নাকি বাংলাদেশি হ্যাকাররা রড টাকারের ফেসবুক অ্যাকাউন্টও ডিজেবল করে দেয়।

লিটন কুমার আউট হয়ে ফিরে যান ব্যক্তিগত ১২১ রানের মাথায়। তখন দলের অবস্থা নাজুক বললেও ভুল হবে না।
শেষপর্যন্ত ভারতীয়দের সামনে ২২২ রানের লক্ষ্য দাঁড় করলেও শেষ বল পর্যন্ত লড়াই করে জিততে হয় তাদের।

এতদিন ধরে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে লিটন কিছু না বললেও আজ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় দিনে কথা বলেন এই টাইগার ওপেনার।
সেই বিতর্কিত আউট নিয়ে খুব বেশি বলতেও চাননি লিটন। যদি না আবার ঝামেলায় পড়তে হয়!

তবে এটুকুই বললেন, হয়তো আরও কিছুক্ষণ খেলতে পারতাম। খেলতে পারলে ভালো হতো দলের জন্য সঙ্গে আমার জন্যও। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, সেটা আউটই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে