বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১০:৩১:১৬

দারুণভাবে বিপদ কাটিয়ে ছন্দে ফিরলো পাকিস্তান

দারুণভাবে বিপদ কাটিয়ে ছন্দে ফিরলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: দারুণভাবে বিপদ কাটিয়ে উঠলো দেশটি। দুই দেশের লড়াইয়ে এখন ছন্দে পাকিস্তান টিম। আবুধাবিতে গতকাল শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। মঙ্গলবার দিন শেষে ২৬২ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে আছে আট উইকেট। আজ আবার ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই সিরিজ জিতবে। আর যদি ম্যাচটি ড্র হয় তাহলে সিরিজও ড্র হবে। কারণ সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।

মঙ্গলবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তারা বিপাকে পড়ে। দলীয় ৫৭ রানে তারা পাঁচ উইকেট হারায়। এরপর ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন সরফরাজ আহমেদ ও ফখর জামান। দুজনই নব্বইয়ের ঘরে গিয়ে আউট হন। অভিষেক টেস্ট খেলতে নামা ফখর জামান ৯৪ রান করেন। সরফরাজ আহমেদও করেন ৯৪ রান।

পাকিস্তান অলআউট হয় ২৮২ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান লায়ন চারটি, মার্নাস লাবুসচেঞ্জ ৩টি, মিচেল স্টার্ক ২টি ও মিচেল মার্শ ১টি করে উইকেট শিকার করেন। পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দুই উইকেটে দুই উইকেট হারিয়ে ২০ রান করে দিনের খেলা শেষ করে। দুইটি উইকেটই শিকার করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস: ২৮২ (৮১ ওভার)
(ফখর জামান ৯৪, মোহাম্মদ হাফিজ ৪, আজহার আলী ১৫, হারিস সোহেল ০, আসাদ শফিক ০, বাবর আজম ০, সরফরাজ আহমেদ ৯৪, বিলাল আসিফ ১২, ইয়াসির শাহ ২৮, মোহাম্মদ আব্বাস ১০, মীর হামজা ৪; মিচেল স্টার্ক ২/৩৭, পিটার সিডল ০/৩৯, মিচেল মার্শ ১/২১, নাথান লায়ন ৪/৭৮, জন হল্যান্ড ০/৪৫, মার্নাস লাবুসচেঞ্জ ৩/৪৫)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২০/২* (৭ ওভার)
(উসমান খাজা ৩, অ্যারোন ফিঞ্চ ১৩*, পিটার সিডল ৪; মোহাম্মদ আব্বাস ২/৯, মীর হামজা ০/৪, ইয়াসির শাহ ০/৭)।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে