বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১২:২৯:৩১

মুশফিক তেমন খেলোয়ার নয়, তার সাথে এটি হতে পারেনা: পাপন

 মুশফিক তেমন খেলোয়ার নয়, তার সাথে এটি হতে পারেনা: পাপন

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক। কাউকে জিজ্ঞাসা করলে উত্তরটা এমনই আসবে। তার কারনও আছে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বেশি সফল হয়েছে এবং আজকের শক্তিশালী বাংলাদেশ হয়েছে তার অধিনেই।

তবে এই সিংহ ভাগে নেই বিসিবি সভাপতি পাপন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মুশফিক। সম্প্রতি জাতীয় দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এ দেয়া এক সাক্ষাৎকারে পাপন মুশফিককেই অভিহিত করেছেন বাংলাদেশের ‘সফলতম অধিনায়ক’ হিসেবে।

সাকিবের না থাকার ফলে জিম্বাবুয়ে সিরিজে কেন মুশফিককে অধিনায়কত্ব দেয়া হলোনা এমন এক প্রশ্নের জবাবে এই কথা বলেন পাপন।

তাহলে সফল অধিনায়ক হলেও কেন মুশফিককে দেয়া হলোনা অধিনায়কের দায়িত্ব?

এর জবাবে পাপন বলেন, কারো না থাকার কারনে মুশফিককে সাময়ীক ভাবে অধিনায়ক করতে আপত্তি আছে আমার। কিন্তু যদি এমন হয় যে তাকে স্থায়ী ভাবে অধিনায়ক করা হবে তাহলে আমার কোন আপত্তি নেই।

পাপন বলেন, যদি মুশফিককে স্থায়ী অধিনায়ক বানাতে বলেন, তাহলে আমি বোর্ড মিটিংয়ে আলোচনা করব। আমিও এটার পক্ষে। কিন্ত তাকে দায়িত্বে বসাবেন, আবার দায়িত্ব কেড়ে নিবেন এমনটা আমি চাই না। মুশফিক তেমন খেলোয়ার নয়। মুশফিকের সাথে এটি হতে পারেনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে