বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ০৭:৩৮:১১

'মাশরাফি ভাই ভাবছেন কীভাবে কাপটা নেবেন'

'মাশরাফি ভাই ভাবছেন কীভাবে কাপটা নেবেন'

স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০১৯ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে সারা দেশে। তাছাড়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই টুর্নামেন্টের প্রমোশনের জন্য উঠেপড়ে লেগেছে এর জন্য এরই মধ্যে হাতে নিয়েছে বিভিন্ন প্রচার-প্রচারণার উদ্যোগ। ইংল্যান্ড ও ওয়েলস বোর্ডের এসিবি আতিথেওতায় অনুষ্ঠেয় আইসিসি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুর হোম অব ক্রি‌কে‌ট মিরপুরে। পাকিস্তান থেকে আজ বুধবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় শের ই বাংলা জাতীয় ক্রি‌কে‌ট স্টেডিয়ামে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপ ট্রফির কাছে মুশফিকুর রহিমই সবার আগে এলেন। তাঁর পেছনে পেছনে দলের নবীন খেলোয়াড়েরা— আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ। একে একে দলের প্রায় সবাই এলেন বিশ্বকাপ ট্রফির কাছে। কিন্তু যাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা কোথায়?

এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা মুশফিক দিলেন রসিকতার সুরেই, মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন! বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে সোনালি রঙা ট্রফিটি এখন বাংলাদেশে। সকালে বিসিবি একাডেমি ভবনের সামনে ট্রফি নিয়ে ইউনিসেফের এক অনুষ্ঠানে ছবি তুলেছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর একটার দিকে ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে গত ২৭ আগস্ট থেকে। ট্রফির এই ভ্রমণ শুরু হয়েছে দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে। সেখান থেকে নেওয়া হয় প্রথম গন্তব্যস্থান ওমানের মাসকটে। ওমানে দুই দিন থাকার পর বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে সোনালি রঙয়ের এই ট্রফি। সর্বমোট ১০০ দিনের সফর সমাপ্ত করে পরে এটা পৌঁছবে আয়োজক দেশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। শেরে বাংলায় বিসিবি ভবনের উত্তর দিকে একাডেমীর প্রবেশ পথেই অস্থায়ী মঞ্চ করা করা হয় আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর নামে। সেখানেই সকাল ১১.২০ নাগাদ বিসিবি ভবনে ট্রফিটি আসে।

তাছাড়া জাতীয় দলের সাবেক ও বর্তমান প্রধান নির্বাচকের হাত দিয়েই উন্মোচিত হয়েছে এবারের ট্রফিটি। মূলতঃ জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিখানা। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। তাছাড়া আজ ট্রফির উন্মোচনে সবথেকে বেশি নজর কেড়েছে সুবিধাবঞ্ছিত শিশুদের উপস্থিতি। ইউনিসেফের প্রোজেক্টের আওতায় ট্রফির সামনে শিশুদের পতাকা হাতে সামনে দাঁড়ানো ছিল সেই মুহূর্তেই সুন্দর একটি দৃশ্য।

এরপর ৭ দিনের বাংলাদেশ সফরে চারটি শহরে ঘুরবে ট্রফিটি। ঢাকা, খুলনা, সিলেট এবং চট্টগ্রামের দর্শকরা দেখার সুযোগ পাবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফিকে। ১৭ থেকে ১৯ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে। পরে ২০ অক্টোবর খুলনা ঘুরে ২১ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২২-২৩ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

তাছাড়া বিশ্বকাপ ট্রফির ট্যুর ম্যাপ তাছাড়া এবারই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। ৫টি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহরের ভক্তরা পাবেন ক্রিকেট বিশ্বের আকাঙ্ক্ষিত এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিশ্বকাপের ট্রফিটি একে একে ঘুরবে ওমান, যুক্তরাষ্ট্র, উইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির বিভিন্ন শহরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে