বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ০৭:৪৫:২৭

মুশফিকুর সবার আগে, পেছনে পেছনে দলের নবীন খেলোয়াড়েরা

মুশফিকুর সবার আগে, পেছনে পেছনে দলের নবীন খেলোয়াড়েরা

স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০১৯ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে সারা দেশে। তাছাড়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই টুর্নামেন্টের প্রমোশনের জন্য উঠেপড়ে লেগেছে এর জন্য এরই মধ্যে হাতে নিয়েছে বিভিন্ন প্রচার-প্রচারণার উদ্যোগ। ইংল্যান্ড ও ওয়েলস বোর্ডের এসিবি আতিথেওতায় অনুষ্ঠেয় আইসিসি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুর হোম অব ক্রি‌কে‌ট মিরপুরে। পাকিস্তান থেকে আজ বুধবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় শের ই বাংলা জাতীয় ক্রি‌কে‌ট স্টেডিয়ামে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপ ট্রফির কাছে মুশফিকুর রহিমই সবার আগে এলেন। তাঁর পেছনে পেছনে দলের নবীন খেলোয়াড়েরা— আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ। একে একে দলের প্রায় সবাই এলেন বিশ্বকাপ ট্রফির কাছে। কিন্তু যাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা কোথায়?

এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা মুশফিক দিলেন রসিকতার সুরেই, মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন! বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে সোনালি রঙা ট্রফিটি এখন বাংলাদেশে। সকালে বিসিবি একাডেমি ভবনের সামনে ট্রফি নিয়ে ইউনিসেফের এক অনুষ্ঠানে ছবি তুলেছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর একটার দিকে ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে