বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১০:০০:৩৩

লঙ্কানদের বিপক্ষে ৩০৯ রান করল বাংলাদেশ

 লঙ্কানদের বিপক্ষে ৩০৯ রান করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় দিনে স্কোরের খাতায় মাত্র ১০০ রান যোগ করতে পেরেছে তারা।

লঙ্কান বোলারদের বোলিং তাণ্ডবে ৩০৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম দিনে শামিম হোসেন (৪৩) ও তৌহিদ হৃদয় (৫৪) অপরাজিত থেকে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করতে পারেনি। এরপর মাত্র ১৭ রান করে ফেরেন আকবর আলি।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন অমিত হোসেন। ৯৯ বলে ৬ চারে ৬৪ রান করেন তিনি। এরপর আর কেউ ব্যাট হাতে দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত ৩০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে উইকেটের দেখা পান তৌহিদ হৃদয়।

প্রথম চারদিনের ম্যাচ, দ্বিতীয় দিন শেষে;
বাংলাদেশ অ.১৯ দল: প্রথম ইনিংসে ৩০৯/১০।
তানজিদ ৪২(৩১), প্রান্তিক ৪৫(১১৪), মাহমুদুল ১৯(৭১), তৌহিদ ৫৪(১০৭), শামিম ৪৩(৬৬), আকবর ১৭(২৮), অমিত ৬৪(৯৯), রাকিবুল ৬(২৪), রিশাত ৪(৩৮), শরিফুল ৪(৭), শাহিন ১(২২)*; চামিন্দু ৬৮/৪।

শ্রীলঙ্কা অ.১৯ দল: প্রথম ইনিংসে ৬৫/১।
পারানাভিথানা ৩৫*, মিশ্র ১৯, পেরেরা ৫*; হৃদয় ৭/১।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে