শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১০:৫৯:৫৯

বাংলাদেশের দারুণ বোলিং, মাত্র ২৮ রানেই ৪ উইকেট শেষ জিম্বাবুয়ের

বাংলাদেশের দারুণ বোলিং, মাত্র ২৮ রানেই ৪ উইকেট শেষ জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক: আজ ১৯ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে দল। বিকেএসপিতে আজ সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুইয়ান দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বিসিবি একাদশের হয়ে অধিনায়কের অ্যার্মব্যান্ড নিয়ে টস করতে নেমেছিলেন অলরাউন্ডার সৌম্য সরকার।  টাইগারদের একের পর এক আঘাতে কঠিন বিপদে জিম্বাবুয়ে।

জবাবে বল করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা। শুরুতেই ১ রানে উইকেটরক্ষক জাকিরের ক্যাচে ইবাদত হোসেনের বলে সাঝঘরে ফেরেন ক্রেইগ আরভিন। এরপর ব্রেন্ডন টেইলরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ রান করে ফেরেন তিনি।

এরপর মোসাদ্দেককে ক্যাচ দিয়ে ইবাদত হোসেনের বলে মাত্র ১ রান করে ফেরেন শন উইলিয়ামস। এদিকে দলের বিপর্যয়ে ব্যাট হাতে দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন সিকান্দার রাজাও। মাত্র ৯ রানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান মোহর শেখ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের দারুণ বোলিং, মাত্র ২৮ রানেই ৪ উইকেট শেষ জিম্বাবুয়ের।

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, ফজলে রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, মিজানুর রহমান, মোহর শেখ, নাঈম হাসান, ইয়াসিন মিশু, ইবাদত হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে