শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০১:৫৮:৪৭

চাপে জিম্বাবুয়ে, ১৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন ইবাদত

 চাপে জিম্বাবুয়ে, ১৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন ইবাদত

স্পোর্টস ডেস্ক: আজ ১৯ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে দল। বিকেএসপিতে আজ সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুইয়ান দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বিসিবি একাদশের হয়ে অধিনায়কের অ্যার্মব্যান্ড নিয়ে টস করতে নেমেছিলেন অলরাউন্ডার সৌম্য সরকার।

জবাবে বল করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা। শুরুতেই ১ রানে উইকেটরক্ষক জাকিরের ক্যাচে ইবাদত হোসেনের বলে সাঝঘরে ফেরেন ক্রেইগ আরভিন। এরপর ব্রেন্ডন টেইলরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন।

চাপে জিম্বাবুয়ে,  ইবাদত ৯ ওভার বল করে ৩ ট মেইডেন, ১৯ রান দিয়ে পেয়েছেন ৫ টি উইকেট! বাংলাদেশ বোর্ড একাদশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে।

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, ফজলে রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, মিজানুর রহমান, মোহর শেখ, নাঈম হাসান, ইমরান আলি, ইবাদত হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে