শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০৯:৫৭:৩৮

সৌম্যের ব্যাপারে সুখবর দিলেন প্রধান নির্বাচক নান্নু

সৌম্যের ব্যাপারে সুখবর দিলেন প্রধান নির্বাচক নান্নু

স্পোর্টস ডেস্ক: সৌম্যের ব্যাপারে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক নান্নু। জানিয়েছেন, দলের প্রয়োজনে যাকে যখন দরকার হবে, তখন তাকেই ডাকা হবে।

নান্নু বলেন, ‘সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে। সৌম্য সরকারকে যদি দরকার হয়, সবসময় বলি দেশের জন্য কাউকে দরকার হলে তাকে সবসময় নেওয়া হবে।’

বাদ দেয়া প্রসঙ্গে বলেন, ‘চিন্তিত হওয়ার কিছু নেই। এমন নয় যে, আমরা একটা প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছি বলে ওকে আর ডাকা হবে না। ৩০ জন প্লেয়ার পুলের মধ্যে আছে, যাকে যখনই দরকার হবে, তখন দেখবেন তাকেই আমরা সুযোগ দিচ্ছি।’

সৌম্যের দাপুটে ব্যাটিং নিয়ে বলেন, ‘লাঞ্চের পর সৌম্য সরকারের ব্যাটিংটা যথেষ্ট ভালো লেগেছে। আমি মনে করছি, ওর যেই ব্যাড প্যাচ ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এনসিএলের সবশেষ ম্যাচে ও যথেষ্ট ভালো খেলেছে। আমার বিশ্বাস, ফর্মে ফিরে এলে আবার অতিসত্তর টিমে ফিরে আসবে।’

উল্লেখ্য, এশিয়া কাপে হটাৎ করে উড়িয়ে নেয়া হয়েছিল সৌম্য সরকারকে। সেখানে খেলা হলেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়েছেন এ ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়লেও জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে ছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

বিসিবি একাদশের নেতৃত্বে থেকে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন সৌম্য সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে