শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ০৪:২৯:৪০

আগামীকাল মাঠে নামার আগে দুঃসংবাদ টাইগার শিবিরে

আগামীকাল মাঠে নামার আগে দুঃসংবাদ টাইগার শিবিরে

স্পোর্টস ডেস্ক: সাকিব-তামিম খেলতে পারবেন না। জাতীয় দলে অনিয়মিত হলেও সম্প্রতি ফের দলে এসে ভালোই সাপোর্ট দেন তিনি। আগামীকাল মাঠে নামার আগে দুঃসংবাদ টাইগার শিবিরে, কালকের ম্যাচেই রুবেল হোসেন অনিশ্চিত। 

এই সিরিজকে সামনে রেখে দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছিল ১৫ অক্টোবর। তার আগেই আরো কয়েকজনের মতো রুবেল হোসেনও অনুশীলনে নেমে পড়েছিলেন। মূল ক্যাম্পের জন্য জিম-রানিংয়ে নিজেকে প্রস্তুত করার পথেই ছিলেন। কিন্তু জাতীয় দলের অনুশীলন শুরুর দিন থেকেই ক্যাম্পে নেই রুবেল। জানা গিয়েছিল জ্বরের কারণেই ছিলেন না ডানহাতি এই পেসার।

ভালোমতই অসুখে আক্রান্ত রুবেল। জ্বরের সঙ্গে টনসিলেও ভুগছেন তিনি। আর তাতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮ বছর বয়সী এই পেসারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। জ্বর-টনসিল কিছুটা কাটিয়ে উঠলেও শারীরিকভাবে খুব ভালো অবস্থায় নেই রুবেল। তাই আগামীকাল প্রথম ওয়ানডেতে তার না খেলাটা নিশ্চিতই বলা চলে।

অসুস্থতার দরুণ, গত কয়েকদিন জাতীয় দলের অনুশীলনে ছিলেন না রুবেল। আজ যোগ দিবেন ক্যাম্পে। শেষ পর্যন্ত অনুশীলন করতে পারবেন কিনা নিশ্চিত নয়। গতকাল শরীরের বর্তমান অবস্থা জানতে চাইলে এই পেসার বলেন, ‘এখন ভালো। জ্বর কমছে। টনসিল হয়েছিল। ওইটা ভোগাইছে। একটু ব্যথা আছে তবে এখন ভালো।’ আজ মিরপুর স্টেডিয়ামে যাবেন রুবেল। তিনি বলেন, ‘অনুশীলন করার প্রস্তুতি নিয়ে যাব আর কি। দেখা যাক কি হয়।’

সবদিক বিবেচনায় নিলে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে রুবেলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ খুবই কঠিন। প্রস্তুতিও নাই। যে পরিমাণ এন্টিবায়োটিক আমি খাইছি। আমি এভাবে খেলতে চাইও না। আমাকে নামায়ে দিল, আমি পূর্ণ চেষ্টা দিতে পারলাম না তাহলে দলের জন্য সমস্যা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে