শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ০৪:৫৫:১৮

অনেক দিন পর আবারও জাতীয় দলে ডাক পেলেন সাইফুদ্দিন

অনেক দিন পর আবারও জাতীয় দলে ডাক পেলেন সাইফুদ্দিন

স্পোর্টস ডেস্ক: অনেক দিন পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। মুলত, লোয়ার অর্ডারে আরেকজন মাশরাফির খোজেই তাকে দলে নেন কোচ। একই সাথে তার হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্যও তাকে দলে নেয়া। কেননা, কোচ চান বাংলাদেশের কমপক্ষে নয় নম্বর তারকা পর্যন্ত সবাইকে ব্যাটিং করতে হবে যাতে করে রান তাড়া করায় সুবিধা পাওয়া যায়।

সেই ভাবনা থেকে দলে ডাক পাওয়া সাইফুদ্দিন আজ প্রস্তুতি ম্যাচে দারুন বোলিং করেছে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ফেরা সাইফউদ্দীন ৩২ রানে ৩ উইকেট দখল করেছেন। শেষ স্পেলে চিগুম্বুরাকে অসাধারণ এক ইয়র্কারে বোল্ড করে জিম্বাবুয়ানদের ১৮০ ‘র নিচে বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন তিনি। সাইফউদ্দীনের বোলিংটাও একটা প্রাপ্তি। সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের জন্য আশার খোরাক।

সাইফুদ্দিনের পারফর্মেন্স নিয়ে নান্নু বলেন, ‘সাইফুদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। যথেষ্ট ভালো বল করেছে। ওভারঅল পুরো দল যথেষ্ট ভালো করেছে। সবার পারফরম্যান্স ও সন্মিলিত প্রচেষ্টা দারুণ। আমাদের তরুণরা যদি এভাবে ধারাবাহিক উন্নতির মধ্যে থাকে, তাহলে সবার জন্যই প্লাটফর্ম ওপেন হয়ে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে