শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ০৭:৪০:৩৭

কে এগিয়ে, নেইমার নাকি এমবাপ্পে ?

 কে এগিয়ে, নেইমার নাকি এমবাপ্পে ?

স্পোর্টস ডেস্ক: বার্সালোনা ভিত্তিক একটি স্পানিশ পত্রিকা মুন্ডু দেপোর্তিভো সবার আগে একটি কথা প্রকাশ্যে এনেছিল। সেটা ছিল এমবাপ্পের ছায়ায় ঢাকা পড়ার শঙ্কায় পিএসজি ছাড়তে চান নেইমার।

তারা বলেছিল, বিশ্বকাপে নেইমারের পারফর্মেন্সের থেকে এমবাপ্পের পারফর্মেন্স ছিল সেরা। নেইমারের দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও চ্যাম্পিয়ন হয় এমবাপ্পের দল। টুর্নামেন্টের সেরা তরুণ তারকাও নির্বাচিত হন এমবাপ্পে। তার এমন উজ্জল পারফর্মেন্সের কারনেই নাকি নেইমার নিজেকে নিয়ে শঙ্কায় ভুগছেন।

 কে এগিয়ে, নেইমার নাকি এমবাপ্পে ? তবে চলুন আমরা জেনেনেই পিএসজিতে নেইমার এবং এমবাপ্পের পারফর্মেন্স।

চলতি মৌসুমে এখনো পর্যন্ত পিএসজিতে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে নেইমার ১১ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছে। এমবাপ্পে করেছে ১০ গোল ও চার আ্যাসিস্ট।

পিএসজিতে সব মিলিয়ে নেইমার ৪১ ম্যাচে ৩৯ গোল করেছে এবং অ্যাসিস্ট করেছে ২০টি। অর্থাৎ সরাসরি ৫৯ গোলে জড়িত। অপরদিকে পিএসজিতে এমবাপ্পে সব মিলিয়ে ৫১টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছে ৩১টি। অ্যাসিস্ট করেছে ১৯টি। সব মিলিয়ে ৫০ গোলে জড়িত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে