রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ০৬:৫৪:০৮

তামিমকে টপকে শীর্ষে উঠে গেলেন ইমরুল কায়েস!

তামিমকে টপকে শীর্ষে উঠে গেলেন ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক: তামিমকে টপকে শীর্ষে উঠে গেলেন ইমরুল কায়েস! ২০১৬ সালের ৭ অক্টোবর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৯ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস। এটিই ছিল ইমরুলের সর্বশেষ সেঞ্চুরি।

তবে আজ প্রায় দুই বছর পর আবারো সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল। শের ই বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক হাঁকিয়েছেন ইমরুল। পাশাপাশি খেলেছেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস।

এরই ফলে ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন তিনি। এতদিন মিরপুরের মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ১৩২ রানের ইনিংসটি খেলেন তামিম। তবে আজ ইমরুল জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলে তামিমকে টপকে নতুন রেকর্ডের মালিক হয়ে যান।

শের-ই বাংলাতে ব্যক্তিগত সেরা স্কোরের দিক থেকে তৃতীয়তে এবং চতুর্থতে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে মুশফিক করেছিলেন ১০৭ রান ও ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করেছিলেন সাকিব। অন্যদিকে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলে এ তালিকায় পঞ্চম স্থানে আছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

শের-ই বাংলা স্টেডিয়ামে সেরা ব্যক্তিগত ইনিংসের তালিকা–

১। ইমরুল কায়েস- ১৪৪, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ২০১৮

২। তামিম ইকবাল- ১৩২, প্রতিপক্ষ- পাকিস্তান, ২০১৫

৩। মুশফিকুর রহিম- ১০৭, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ২০১৫

৪। সাকিব আল হাসান- ১০৬, প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ২০১০

৫। মাহমুদুল্লাহ রিয়াদ- ৮২, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ২০১৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে