রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ০৭:১৮:২৬

ইমরুলের এমন পারফরম্যান্সের পিছনে রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস

ইমরুলের এমন পারফরম্যান্সের পিছনে রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক: আজ প্রায় দুই বছর পর আবারো সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল। সর্বশেষ ২০১৬ সালের ৭ অক্টোবর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৯ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস।

আজ শের ই বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক হাঁকিয়েছেন ইমরুল। পাশাপাশি খেলেছেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস। ১৩টি চারে ও ৬টি ছয়ে ১৪৪ রান করেন তিনি। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১১২ রানের রেকর্ডটি ভাঙ্গেন তিনি।

আর ইমরুলের এমন পারফরম্যান্সের পিছনে রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস। রিচার্ডসের কথা মতো বয়স ৩০ এর পর ক্যারিয়ারের মোড় ঘুরাবেন তিনি। এবার তাই করে দেখিয়েছেন ইমরুল।

কয়েকদিন আগেই ইমরুল বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় আমি ভিভ রিচার্ডসের সাথে কথা বলেছিলাম, আমার ব্যাটিং নিয়ে। আমি রান পাচ্ছিলাম না এবং ধৈর্যহারা হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘৩০ বছর বয়সের পরেই রান করার সবচেয়ে ভাল সময় আসে।’

তিনি আরো বলেছিলেন, ‘এই সময় ব্যাটসম্যান তাঁর খেলাকে সম্পূর্ণ বুঝতে পারে। সে জানে দলের প্রয়োজনে কখন ব্যাটিং এর গতিপথ বদলাতে হবে। ৩০ এর পরের পাঁচ-ছয় বছর ব্যাটসম্যানদের জন্য নিজের আধিপত্য সৃষ্টি করার সময়। আমার ক্ষেত্রেও এমন কিছু হোক, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে