বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ১০:১০:১৪

এই মুহুর্তে তাকে একটা সুযোগ দেওয়া দরকার: মাশরাফি

এই মুহুর্তে তাকে একটা সুযোগ দেওয়া দরকার: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচ জেতায় দল এখন ১-০’তে এগিয়ে। আজ বুধবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। তাই ২৪ অক্টোবরের খেলাটি আসলে বাংলাদেশের সিরিজ নিশ্চিতের ম্যাচ। জিতলেই সিরিজ নিজেদের। এমন এক ম্যাচে তাই পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা খুব কম।

সিরিজে এরই মধ্যে ১-০‘তে এগিয়ে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফিকে বলেন,‘দেখুন আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। করছি না যে, তা নয়।’

মাশরাফির কথা, ‘বর্তমানে যে অবস্থায় আছি তাতে আমাদের ক্লিনিক্যাল ফিনিশ করার কথা যেমন ভাবতে হয়, জয় নিশ্চিতের সম্ভাব্য সব কাজগুলো যেমন সুচারুভাবে সম্পাদনের চেষ্টা করতে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়। এর পাশাপাশি যারা খেলেনি বা নতুন, সেই নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক ও আবু হায়দার রনিকে সুযোগ দেয়ার বিষয়টিও মাথায় থাকছে বা রাখতে হচ্ছে।’

মাশরাফি বলেন, ‘নাজমুল হোসেন শান্ত খুবই সিরিয়াস অনুশীলন করে যাচ্ছে। তাকে এই মুহুর্তে একটা সুযোগ দেওয়া দরকার। আর আরিফুল তো সেই এশিয়া কাপ থেকে শুধু অনুশীলন করে যাচ্ছে। সেও একটা সুযোগের দাবিদার। আবু হায়দার রনিও এশিয়া কাপে ভালোই খেলেছিল। কাজেই এ বিষয়গুলো আমাদের মাথায় থাকছে। দেখা যাক কী করা যায়।’

মোস্তাফিজুর রহমানের হাতে ব্যথা আছে। ওদিকে অসুস্থতা কাটিয়ে রুবেলও আজ নেটে পুরে গতিতে বল করেছেন। মোস্তাফিজের ব্যথা থাকলে তাকে খেলানোর ঝুঁকি নেয়া হবে না। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে দেখে বিশ্রাম দেয়া হতেও পারে।

প্রধান নির্বাচক বলেন, ‘নাহ দলে কোন পরিবর্তন নেই। প্রথম ম্যাচের ১১ জনই কাল খেলবে। তবে হ্যাঁ সিরিজ নিশ্চিত হলে শেষ ম্যাচে কিছু রদবদল করার ভাবছি আামরা।’

তার মানে কাল জিতে সিরিজ নিশ্চিত হলেই পরীক্ষা-নিরীক্ষা। তার আগে নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে