সোমবার, ০৫ নভেম্বর, ২০১৮, ০৮:১২:৩৬

টি-২০ ক্রিকেটে ইতিহাস, মাত্র ৭৮ বলে অপরাজিত ২০৮ রান!

 টি-২০ ক্রিকেটে ইতিহাস, মাত্র ৭৮ বলে অপরাজিত ২০৮ রান!

স্পোর্টস ডেস্ক: টি-২০ ক্রিকেটে ইতিহাস, মাত্র ৭৮ বলে অপরাজিত ২০৮ রান! সব মিলিয়ে তো মাত্র ১২০ বলের খেলা। সেখানে আবার ডাবল সেঞ্চুরি। টি-২০ ক্রিকেট এর আগে বহু মারকুটে ইনিংস দেখেছে। ক্রিস গেইল, কায়রন পোলার্ড, ব্রেন্ডন ম্যাকুলামদের মতো তারকারা সুযোগ পেলেই ক্রিকেটের ছোট ফরম্যাটে বিস্ময় ছড়ান। বোলার পিটিয়ে দর্শকদের মনোরঞ্জন উপহার দেন। 

কিন্তু টি-২০ ক্রিকেটের অতি বড় মহারথীও এই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন দেখার আগে হয়তো দুবার ভাববেন। তবে গত বছর আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিলেন শফিকউল্লাহ শফিক। আর এবার ছোট ফরম্যাটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ১৯ বছর বয়সী কে ভি হরিকৃষ্ণ। দুবাইয়ে অ্যালিয়ান্স টি-টোয়েন্টি লিগের এক ম্যাচে ৭৮ বলে অপরাজিত ২০৮ রান করে আপাতত আলোচনার কেন্দ্রে তিনি।

২২টি বাউন্ডারি আর ১৪টি ছক্কায় সাজানো ইনিংস। অর্থাত্ শুধু বাউন্ডারি ১৭২ রান। বুঝতেই পারছেন কতটা মারকুটে ইনিংস তিনি খেলছেন। স্পোর্টিং ক্রিকেট ক্লাবের হয়ে নেমছিলেন হরিকৃষ্ণ। মাচোস ক্লাবের বিরুদ্ধে। হরিকৃষ্ণের ডাবল সেঞ্চুরি সত্ত্বেও শেষমেশ ৩ উইকেটে ২৫০ রান তুলতে পারে স্পোর্টিং ক্লাব। দলের বাকিরা রান পাননি। রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ম্যাচ জিতে নেয় মাচোস ক্লাব। ফলে হরিকৃষ্ণের এমন স্বপ্নের ইনিংস মাঠে মারা যায়। দাপুটে ইনিংস খেলেও শেষমেশ দলকে জেতাতে ব্যর্থ হন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে