মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ০৯:২৫:২৪

বাংলাদেশ দলের বড় একটি ভুল ধরিয়ে দিলেন জিম্বাবুয়ে কোচ

বাংলাদেশ দলের বড় একটি ভুল ধরিয়ে দিলেন জিম্বাবুয়ে কোচ

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টটা রাঙাতে পারেনি বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।

বাংলাদেশ দলের এই হাল মানসিক লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণেই হয়েছে বলেই জানালেন জিম্বাবুয়ে দলের কোচ লালচাঁদ রাজপুত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে মানসিকতা। প্রথম দুই দিন আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে খেলোয়াড়দের ক্যারেক্টার বুঝা গিয়েছে ঠিকভাবে। প্রথম দিন থেকেই উইকেটে টার্ন ছিল, খুব স্লো ছিলো। ফলে ব্যাটসম্যানদের মধ্যে এ চিন্তা ছিলো যে এই ম্যাচে চতুর্থ বা পঞ্চম দিনে আদৌ যাবে কি-না। তাই আমি তাদের বলেছি শান্ত থাকতে এবং নিজেদের ডিফেন্সে ভরসা রাখতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা টেম্পারমেন্ট ধরে রাখতে পেরেছে।’

মানসিকভাবে বাংলাদেশ দল কি অনেক বেশি পিছিয়ে ছিল? এমন প্রশ্নের জবাবে রাজপুত বলেন, ‘আপনি যদি জয়ের ব্যবধান বা অবস্থাটা দেখেন তাহলে তারা অবশ্যই অনেক পিছিয়ে ছিল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও আমরা যেভাবে ফিরে এলাম সত্যিই অসাধারণ। আমরা এজন্য প্রস্তুত ছিলাম। ছেলেরা নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করেছে দেখে আমি খুবই খুশি। এটা আমাদের জন্য খুব ভালো দিন ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে