বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ১১:৪৮:১৭

'আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো'

'আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো'

স্পোর্টস ডে্ক:  ঘরের মাঠে সিলেটের বিপক্ষে একজন পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। বাকি সবাই ছিলো স্পিনার। আর এটা নিয়ে বেশ আক্ষেপ আছে তাসকিনের মধ্যেও। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষেই তিনি।

তাসকিন বলেন ,’ ‘আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো। তবে মারাত্বক চোটে পড়েছিলাম বছরের শুরুতে। পিঠে ও কোমরে চোট। ওটা থেকে সেরে উঠতে একটু সময় লেগেছে। দুইবার হাতের একই জায়গায় ব্যথা পেয়েছি।’

তাসকিন আরো বলেন ,’ একটু খারাপ লাগে দেখতে একটা পেসার। এটা আসলে উইকেট কন্ডিশন দেখে অনেক সময় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে আমাদের স্পিনাররা কিন্তু উইকেট নিয়েই থাকে। টিম ম্যানেজমেন্ট সব চিন্তা করেই এক পেসার নিয়েছে।’

তাসকিন বলেন ,’ ‘আমি চাই দ্রুত ফিরতে, দেশের হয়ে খেলতেই হবে। সামনে অনেক বড় বড় সিরিজ টুর্নামেন্ট আসতেছে। সামনে বিশ্বকাপ আসছে। আমার স্বপ্ন গতবারের মতো এই বিশ্বকাপেও খেলা। ইনশালাহ দলে জায়গা পেতেও পারি। এর আগে নিজেকে ফিট হিসেবে তৈরি করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে