রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ০৯:২৩:৪০

‘দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভাল হত'

‘দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভাল হত'

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। মুমিনুল হকের ১৬১ রান ও মুশফিকের অপরাজিত ১১১ রানে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে বাংলাদেশ দল।

দিনের শেষ সময়ে মুমিনুলের ফেরার পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম টিকে থাকতে পারেননি। অপরাজিত থেকে দিন শেষ করতে না পারার আক্ষেপে পুড়ছেন মুমিনুল। একই সঙ্গে তাইজুলের ফিরে যাওয়ায় বাড়তি আফসোস হচ্ছে মুমিনুলের।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটু আফসোস আছে। আমার জন্য একটা উইকেট বেশি পড়ে গিয়েছে। আমি তো আউট হয়েছি, সাথে আরেকটি উইকেট পড়েছে।’

তিনি আরো বলেন, ‘দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভাল হত। এইটুক আফসোস আছে, আর কোন আফসোস নেই। এটাই আমাকে একটু পোড়াচ্ছে, খারাপ লাগছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে