মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ০৪:৪৯:১১

শেষে আরিফুলে বাজিমাত

শেষে আরিফুলে বাজিমাত

স্পোর্টস ডেস্ক: ১৩১ রানে পাঁচ উইকেট হারানোর পর টেলরের সাথে মিলে জিম্বাবুয়েকে এগিয়ে নেয়া শুরু করেন পিটার মুর। নামার পর থেকেই দারুন সাচ্ছন্দে খেলতে থাকেন এই তারকা। তবে খুবই হতাশাজনক এক আউট হলেন এই জিম্বাবুইয়ান তারকা।

জি্ম্বাবুয়ের ইনিংসের ৬ষ্ঠ উইকেট মাথা ব্যথার কারন হয়ে দাড়ায় বাংলাদেশের জন্য। সেই জুটি ভাঙার জন্য নিজের সব অস্ত্রই ব্যবহার করেন রিয়াদ। কিন্তু কোনটাতেই সফল হতে পারছিলেন না। শেষে আরিফুলকে নিয়ে আসেন বোলিংয়ে। আর তাতেই বাজিমাত।

আরিফুলের প্রথম ওভারের শেষ বলে এলবির আবেদন করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। রিভিউ নেন পিটার মুর। তবে শেষ রক্ষা হয়নি। বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ফলে আউট হন তিনি। আর আউট হওয়ার আগে করেন ৮৩টি মুল্যবান রান। শেষ পর্যন্ত অপরিক্ষিত আরিফুলই হয়ে রইল মুরের সেঞ্চুরী মিসের দু:খ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে