বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০৯:৫৯:৩০

বাংলাদেশের জন্য বিশাল দুঃসংবাদ!

বাংলাদেশের জন্য বিশাল দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। আর আসন্ন সিরিজকে সামনে রেখে তিন ভাগে বাংলাদেশে আসবে উইন্ডিজরা। যার মধ্যে আগামীকাল ১০জন আসবে বাংলাদেশে।

বাংলাদেশের জন্য বিশাল দুঃসংবাদ! এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন তামিম। যার ফলে ব্যাটিং অনুশীলনে নেমে পড়েন তিনি। কিন্তু এরমধ্যেই আরেকটি দুঃসংবাদ পেলেন তিনি। আবারো ইনজুরিতে পড়েছেন দেশসেরা এই ওপেনার। আজ ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন তামিম।

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। যদি ব্যথা না সারে তাহলে আসন্ন উইন্ডিজ সিরিজে অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে তামিমের খেলা। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের টান লেগেছে। পাঁজরে ব্যথা আছে। সরাসরি বলের আঘাত নয়। আল্ট্রাসনো করে আমরা ওকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছে। ৪৮ ঘণ্টা পর দেখতে হবে, ব্যথা কতটা থাকে কিংবা আদৌ থাকে কি না। না থাকলে এক্স-রে করাতে হবে।’

তিনি আরো বলেন, ‘৪৮ ঘণ্টার আগে কিছু বলতে পারছি না। ৪৮ ঘণ্টা পর হয়তো একটা ধারণা পাব, চোটটা আমাকে কতটা ভোগাবে।’

এদিকে আঙুলের চোট নিয়ে পুনর্বাসনপ্রক্রিয়া শেষে আজ অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজে কি দেখা যাবে সাকিবকে?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছি। সাকিব ও তামিমের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব, তারা এই সিরিজে থাকবে পারবে, কি পারবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে