বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০২:৪৯:০৮

আজ দারুণ ঘটনা ঘটিয়ে দিলেন মাহামুদুল্লা

আজ দারুণ ঘটনা ঘটিয়ে দিলেন মাহামুদুল্লা

স্পোর্টস ডেস্ক: ২১৮ রানের লিড ছিল প্রথম ইনিংসে। বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৪ রান করেছিল জিম্বাবুয়ে। ফলে ফলোঅনে পড়েছিল অতিথিরা। কিন্তু তাদের ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

বাংলাদেশের উদ্দেশ্য পরিষ্কার। প্রথম দেড় বা দুই সেশন ব্যাটিং করে রানকে বাড়িয়ে নিতে হবে। এই সময়ে দুই আড়াইশ রান করে টার্গেটকে সারে চারশ এর মত রেখে ছেড়ে দিবে খেলা।

আজ দারুণ ঘটনা ঘটিয়ে দিলেন মাহামুদুল্লা। সেই টার্গেটে ব্যাট করতে নেমেই আজ সকালে জার্ভিস আর তিরিপানোর বোলিং তোপে পড়েছে বাংলাদেশ। মাত্র ১১ রান যোগ করতেই হারিয়েছে তিন উইকেট। লিটন দাস ৬, ইমরুল কায়েস ৩ ও প্রথম ইনিংসে ১৬১ রান করা মুমিনুল আউট হয়েছেন ১ রান করেই।

এরপর মিথুন ও মাহামুদুল্লা দুজনে মিলে দারুণ জুটি করে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু মিথুন ৬৭ রান করে ফিরে যান। এর পর মিরাজ এসে মাহামুদুল্লার সাথে সঙ্গ দিয়েযান আর এর মধ্যে দুর্দান্ত শতক তুলেনেন মাহামুদুল্লা, তিনি ১২২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে