বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৯:৪৬

প্রয়োজন ছিল একটি উইকেট, তাও নিল তাইজুল

  প্রয়োজন ছিল একটি উইকেট,  তাও নিল তাইজুল

স্পোর্টস ডেস্ক: মাত্র একটি উইকেট প্রয়োজন ছিল তাইজুল ইসলামের। এই একটি উইকেট পেলেই একটি রেকর্ড ভাগ বসাবেন তিনি। গতকাল ম্যাচ শেষে এমনটাই ছিল আলোচনায়। তবে পঞ্চম দিনে সেটা আর আলোচনায় রাখলেন না তাইজুল। একটি উইকেট নিয়েই নিলেন। সেই সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় শীর্ষ স্থানে ভাগ বসালেন তিনি।

২০০৪ সাল থেকে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টাইগার স্পিনার এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল।

চলমান দুই টেস্টের এই সিরিজে গতকাল পর্যন্ত ১৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। এনামুলকে ধরতে তার প্রয়োজন ছিল একটি উইকেটের। সেটাই আজ দিনের শুরুতে রাজাকে আউট করে পূর্ন করেছেন তিনি।

মজার ব্যাপার হল, এনামুলের এই রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। আর সেই দলটির বিপক্ষেই তার রেকর্ড ভাঙতে চলছেন তাইজুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে