বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ০৬:৩৯:৫২

কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কেবল ফিজিওর ছাড়পত্র পেলেই উইন্ডিজদের বিপক্ষে দেখা যাবে সাকিবকে। দেশসেরা এই অলরাউন্ডারকে নিয়ে আর কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। উইন্ডিজ সিরিজে খেলতে কি খেলবে না সেই সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে চিকিৎসকের সিদ্ধান্তের উপরেও রয়েছে উইন্ডিজ সিরিজে সাকিবের খেলা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে আসলে আমরা ঝুঁকি নিতে চাই না। সেই কারণে পুরো ব্যাপারটিই আমরা সাকিবের ওপরেই ছেড়ে দিয়েছি। এটি নির্ভর করবে ফিজিও এবং চিকিৎসকদের ওপরেও। আমি যতদূর জানি সে অনুশীলন শুরু করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার সাথে কথাও হয়েছে পরশুদিন। সে দেখছে এবং নিজে যখন মনে করবে সে ফিট ও ফিজিও ছাড়পত্র দিলে সে খেলবে। যদি প্রথম টেস্ট হয় তাহলে প্রথম টেস্ট, তানাহলে দ্বিতীয় টেস্টে খেলবে। এখনই আসলে সরাসরি কিছু বলা কঠিন। কারণ আমরা তাঁকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে