শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৯:৪৫:৪৩

যে কারণে টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের নয়া অধিনায়ক

যে কারণে টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের নয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বুধবার সন্ধ্যায় ক্যারিবিয়ানরা পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই সিরিজের আগে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। যদিও দুঃসংবাদ হচ্ছে, দলে নেই টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে ২৭ বছর বয়সী এই তারকাকে।

দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় তাড়া করছিল হোল্ডারকে। ভারতের লম্বা সফরের পর সেটি আরও বেড়েছে।

দলের গুরুত্বপূর্ণ এই সদস্যে ইনজুরি নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনি গ্রেভ জানিয়েছেন, চার সপ্তাহ পর আবার পর্যবেক্ষণ করে দেখা হবে হোল্ডারের অবস্থা।

তাহলে প্রশ্ন হচ্ছে হোল্ডারের বদলে কে ধরছেন টেস্ট দলের হাল?
ক্যারিবিয়ান নিউজ সার্ভিসকে গ্রেভ নিশ্চিত করেছেন নিয়মিত অধিনায়কের বদলে বাংলাদেশ সফরে দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়েট।
ডান-হাতি এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১টি টেস্ট খেলেছেন। বর্তমানে টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

চট্টগ্রাম টেস্টের পর আগামী ৩০ নভেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। ৬ ডিসেম্বর ফতুল্লায় একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। 

৯, ১১ ও ১৪ তারিখ থেকে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ ঢাকায় আর পরেরটি সিলেটে হবে। ১৭ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিলেটে আয়োজন করা হবে। ছোট ফরম্যাটের শেষ দুটি ম্যাচ ২০ ও ২২ ডিসেম্বর ঢাকায় হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে