শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৬:৫৩

প্রত্যেক দল ছয় জন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেল

প্রত্যেক দল ছয় জন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেল

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে বড় দৈর্ঘ্যের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। আর সে লক্ষ্যে আগামীকাল শনিবার মিরপুরে অনুষ্ঠিত হবে বিসিএলের প্লেয়ার ড্রাফট।

তবে এর আগেই আজ শুক্রবার বিসিএলের দলগুলো তাদের ধরা রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। প্রত্যেক দল ছয় জন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে এইবার।

একনজরে দেখে নিন ধরে রাখা খেলোয়াড়দের তালিকাটি-

ওয়ালটন সেন্ট্রাল জোন- সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভগত হোম চৌধুরী, তাইবুর পারভেজ, মার্শাল আইয়্যুব ও মোশাররফ হোসেন রুবেল।

ইসলামী ব্যাংক ইস্ট জোন- সাইফুদ্দিন, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, মুমিনুল হক, জাকির হাসান ও আফিফ হোসেন ধ্রুব।

বিসিবি নর্থ জোন- জহিরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম (সিনিয়র), শুভাশীষ রায় ও মিজানুর রহমান।

প্রাইম ব্যাংক সাউথ জোন- তুষার ইমরান, এনামুল হক বিজয়, মো. আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে