শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৬:৫৬:৪৭

'আমি রিয়াদকে আগে থেকেই বলে আসছি বোলিং করতে'

'আমি রিয়াদকে আগে থেকেই বলে আসছি বোলিং করতে'

স্পোর্টস ডেস্ক: দলের বিপর্যয়ে ব্যাটের পাশাপাশি বল হাতেও দলের হাল ধরেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে এখন পর্যন্ত ১২৪টি উইকেট শিকার করেছেন মাহমুদউল্লাহ। তবে বোলার নয় বরং নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবেই দেখেন মাহমুদউল্লাহ।

এদিকে মাহমুদউল্লাহ সব সময় বোলিং করুক এবং বোলিংয়ে নিজেকে আরো পরিণত করুক এমনটিই চাওয়া টাইগারদের স্পিন কোচ সুনীল যোশির। বল হাতেও মাহমুদউল্লাহ দলের দায়িত্ব নিক এমনটিই চাওয়া টাইগারদের স্পিন কোচের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রিয়াদকে আগে থেকেই বলে আসছি বোলিং করতে এবং সে টি-টুয়েন্টিতেও বোলিং করেছে। সে টি টুয়েন্টিতে ৪ ওভার বোলিং করেছে। সে কিভাবে নিজেকে প্রস্তুত করেছে সেটাই মুখ্য বিষয়। সে মূলত লোয়ার মিডল অর্ডারের মেরুদন্ড। অবশ্যই সে বোলিং করতে সক্ষম। আমরা তাঁর বোলিং দেখেছি, তাঁর স্কিল যথেষ্ট ভাল। তাঁর অফ স্পিন স্কিল দুর্দান্ত।’

তিনি আরো বলেন, ‘তাঁকে আবারও বোলিং শুরু করতে হবে। এই বিষয়ে তাঁকে জোর দিতে হবে আমাদের।’ বোলিংয়ের স্কিল ও বৈচিত্র্য দিয়ে একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহকে সেভাবেই দেখছেন বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে