শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ০৯:২৪:০২

লিটনের পরিবর্তে সৌম্য, আসল কারণ জানালেন হাবিবুল বাশার

লিটনের পরিবর্তে সৌম্য, আসল কারণ জানালেন হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক: আগামী ২২শে নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সে লক্ষ্যেই আজ সাকিবকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই দলে জায়গা পাননি দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। মূলত অফফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪৭ রান করেছেন তিনি। আর এ কারণেই এবার দল থেকে বাদ পড়েছেন তিনি।

এদিকে দলে ডাক পেয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) গত আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান করে এবার দলে ডাক পেয়েছেন সৌম্য।

লিটনকে বাদ দেওয়া ও সৌম্যকে দলে জায়গা দেওয়া নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন আসর কারণ হিসেবে বলেন, ‘লিটন তেমন রানের মধ্যে নেই, সুতরাং আমরা সৌম্যকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি যে সম্প্রতি অসাধারণ পারফর্ম করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে