শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১০:০৩:১৬

শেষ পর্যন্ত ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন

  শেষ পর্যন্ত ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে প্রথম টেষ্টের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ। আর ঘোষিত সেই দলে  শেষ পর্যন্ত রয়েছে পাঁচ পরিবর্তন। তবে পরিবর্তন পাঁচটি হলেও আক্ষরিক অর্থে পরিবর্তন হয়েছে দুটি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ছিল ১৫ সদস্যের। সেখানে এবার ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড হয়েছে ১৩ সদস্যের। এই ১৩ সদস্যের মধ্যেই নতুন এসেছে তিনজন। সাকিব, সৌম্য ও নাঈম। তাই তাদের তিনজের জন্য জায়গা করে দিতে বাদ হয়েছে তিনজন। আর স্কোয়াড ১৩তে নামিয়ে আনার জন্য বাদ পড়েছেন আরও দুই জন।

জিম্বাবুয়ের বিপক্ষে কোন ম্যাচে সুযোগ না পাওয়া সফিউল ইসলাম কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন এই টেষ্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে। বাজে ব্যাটিং নৈপুন্যের জন্য বাদ পড়েছেন লিটন দাস ও নাজমুল ইসলাম শান্ত। বাজে বোলিংয়ের জন্য বাদ পড়েছেন নাজমুল অপু ও আবু জায়েদ রাহী।

এই পাঁচজনের মধ্যে লিটন দাস দুটো ম্যাচেই খেলেছেন। তবে ব্যর্থ ছিলেন দুটি ম্যাচেই। স্পিন নির্ভর পিচ হলেও ব্যর্থ ছিলেন অপু। তবে টিকে গেছেন ইমরুল কায়েস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে