সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০২:৫৬:২৯

একটুর জন্য সেঞ্চুরী করতে পারলেন না সৌম্য সরকার

 একটুর জন্য সেঞ্চুরী করতে পারলেন না সৌম্য সরকার

বিসিবি একাদশের হয়ে আজ সকালে ওপেন করতে নামেন সাদমান ইসলাম অনিক ও টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার। দুজন ভালো ও সাবধানী এক শুরু এনে দিয়েছিল দলকে।

এদিকে লাঞ্চ বিরতির পর খেলা শুরু করে বাংলাদেশ, এদিকে সাদমান ইসলাম সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং য়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।একটুর জন্য সেঞ্চুরী করতে পারলেন না সৌম্য,  জোমেল ওয়ারিকেনের বলে ক্যাচ আউট হয়ে ৭৮ রান নিয়ে মাঠ ছাড়ে সৌম্য সরকার। তিনি মাত্র ২২ রানের জন শতক করা থেকে বঞ্চিত হলেন। তাছাড়া অর্ধ শতক করেন সাদমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩৬/১, ৪০ ওভার শেষে। এদিকে সাদ্দাম ইসলাম ৫২ ও শান্ত ৫ রানে ব্যাটিং করে যাচ্ছে। এদিকে ৭৮ রান নিয়ে মাঠ ছাড়ে সৌম্য সরকার।

বিসিবি একাদশঃ
রুবেল হোসেন (অধিনায়ক)সৌম্য সরকার,জাকির হোসেন,মিজানুর রহমান,ফজলে মাহমুদ,ইবাদত হোসেন,সাদ্দাম ইসলাম,নাজমুল হোসেন শান্ত,নাঈম হাসান,শরিফুল ইসলাম,রবিউল হক।

উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, জোমেল ওয়ারিকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে