সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ১১:১৭:২২

অসম্ভবকে সম্ভব করলেন সৌম্য সরকার

 অসম্ভবকে সম্ভব করলেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিলেন সৌম্য। এরপর দেশের সাদা পোশাকে আর দেখা যায়নি তাকে। তবে আবারো দলে জায়গা পেয়েছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টের দলে আছেন সৌম্য।

এছাড়াও উইন্ডিজদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের দলের হয়ে খেলেছেন তিনি। ব্যাট হাতে উইন্ডিজ বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন সৌম্য। বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি।

কিমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের বিপক্ষে সাবলীলভাবে খেলে ১০৩ বলে ১০ চার আর ৩ ছক্কায় ৭৮ রান করেন সৌম্য। বলতে গেলে কথা দিয়ে কথা রেখেছেন সৌম্য। আজ ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষণ থাকার কথায় গতকাল বলেছিলেন সৌম্য।

গতকাল রবিবার প্রস্তুতি ম্যাচের প্রথমদিন শেষে সৌম্য বলেছিলেন, ‘কাল (সোমবার) ব্যাটিং আছে। অনেকদিন পর সুযোগ পেয়েছি। চেষ্টা করব ভাল কিছু করার। যদি ওইরকম উপরে বা যেখানে ব্যাট করার সুযোগ পাই চেষ্টা করব উইকেটে সময় কাটাতে।’

আজ তাই করে দেখিয়ে  অসম্ভবকে সম্ভব করলেন সৌম্য সরকার। দারুণ সব শটে খেলেছেন ৭৮ রানের অসাধারণ এক ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে