মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ০১:১১:৪৭

নিজের প্রিয় মাঠেই এবার ১০০০ রানের মাইলফলকের সামনে মুমিনুল

 নিজের প্রিয় মাঠেই এবার ১০০০ রানের মাইলফলকের সামনে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষ সর্বশেষ সিরিজে ঢাকা টেষ্টে একাধিক রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রান করে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল মুমফিক। ২ টেষ্টের সিরিজে বাংলাদেশীদের পক্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তাইজুল। মুমিনুলের সাথে রেকর্ড জুটি গড়েছিলেন মুশফিক এবং মিরাজের সাথেও রেকর্ড রানের জুটি গড়েছিলেন তিনি।

এবার সামনে ওয়েষ্টইন্ডিজ। চট্টগ্রামে প্রথম ম্যাচেও এখন এমনই একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশের তারকাদের।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। অথচ এই ম্যাচের আগে বেশ কিছু ম্যাচে একের পর এক ব্যর্থ হচ্ছিলেন তিনি। বাংলাদেশের সেরা টেষ্ট ব্যাটসম্যানও বলা হত তাকে। সেই তাকেই কিনা খুজে পাওয়া যাচ্ছিলনা।

অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে রানে ফিরলেন। ১৬১ রান করলেন। টেষ্টে মুমিনুলের রান ৮৬৯টি। গড় ৪৩.৫৫। কিন্তু চট্টগ্রামের মাঠে যেন অন্য এক মুমিনুল নামেন খেলতে। এই মাসে তার গড় ৮৬.৯০। তাই নিজের প্রিয় মাঠেই এবার ১০০০ রানের মাইলফলকে পৌছানোর সুযোগ মুমিনুলের। ১৩১ রান করতে পারলেই তিনি পৌছে যাবেন ১০০০ রানের মাইলফলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে