বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ১০:৩৭:৫২

একমাত্র খেলোয়াড় হিসাবে আজ ঘটনা ঘটিয়ে দিলেন গেইল

 একমাত্র খেলোয়াড় হিসাবে আজ  ঘটনা ঘটিয়ে দিলেন গেইল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির রাজা বলা হয় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে। নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ মানেই সেখানে থাকবে ক্রিস গেইল। আর তাকে দলে ভেড়াতে লড়াই শুরু হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিগুলোতে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এমজানসি সুপার লিগে (এমএসএল) নাম লিখিয়েছেন গেইল। আর সেখানে নাম লেখানোর মাধ্যমেই দারুণ এক রেকর্ড গড়েছেন গেইল। গত শনিবার (১৭ নভেম্বর) এই লিগের দল জোসি স্টার্সের হয়ে মাঠে নেমে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার রেকর্ড গড়ে ঘটনা ঘটিয়ে দিলেন গেইল।

এমজানসি সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে ১৯ ম্যাচে ৪ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন তিনি। এখন পর্যন্ত গেইল যেসব টি-টোয়েন্টি লিগে খেলেছে সেগুলো হল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, র‍্যাম স্ল্যাম টি-টোয়েন্টি, ভাইটালিটি ব্ল্যাস্ট, গ্লোবাল টি-টোয়েন্টি (কানাডা), আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও এমজানসি সুপার লিগ।

এছাড়াও বেশ কয়েকটি স্বল্প পরিচিত ও বাস্তবায়িত না হওয়া লিগে খেলেছেন গেইল। সেগুলো হল- কেএফসি বিগ ব্যাশের রাজ্য প্রতিযোগিতা (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া), স্ট্যানবিক ব্যাংক টোয়েন্টি সিরিজ (জিম্বাবুয়ে), শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (বাস্তবায়িত হয়নি)। সেই সঙ্গে ২০০৮ সালে আয়োজিত স্ট্যানফোর্ড সুপার সিরিজ টি-টোয়েন্টিতেও অংশ নিয়েছিলেন গেইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে