শুক্রবার, ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১:১৮

সিলেট সিক্সার্সে অধিনায়ক পরিবর্তন

সিলেট সিক্সার্সে অধিনায়ক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের বাইরে থাকা অল-রাউন্ডার নাসির হোসেন। তার নেতৃত্বে টুর্নামেন্টে সিলেটের শুরুটা ভালো হলেও পরে তারা ছন্দ ধরে রাখতে পারেনি। এবার অজি মহাতারকা ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেটের হয়ে। তাই নেতৃত্ব হারাতে হলো নাসিরকে। সিলেটের নতুন অধিনায়ক বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় থাকা ডেভিড ওয়ার্নার।

২০১৬ সালে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছিলেন ওয়ার্নার। তাকে সিলেট সিক্সার্সের অধিনায়ক করার পেছনে এটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তারা। সিলেটের এবারের দলটি বেশ গোছানো। লিটন দাস, নাসির, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, অলক কাপালিদের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ওয়ার্নার, সোহেল তানভীর, নেপালের বিস্ময় স্পিনার সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচারের মতো তারকারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি করে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ওয়ার্নার। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় তিনি বিপিএলের পুরো সময়টাই বাংলাদেশে কাটাবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। যে কারণে তাকে নেতা বানাতে দুবার ভাবতে হয়নি। ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের আসন্ন আসর। সিলেট সিক্সার্সের প্রথম ম্যাচ ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে