রবিবার, ০৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৩:৩৬

অবসরের পরেই বিস্ফোরণ, গম্ভীরের নিশানায় ধোনির ক্যাপ্টেন্সি, তোলপাড় ভারতীয় ক্রিকেট

অবসরের পরেই বিস্ফোরণ, গম্ভীরের নিশানায় ধোনির ক্যাপ্টেন্সি, তোলপাড় ভারতীয় ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের আগে ধোনি সিদ্ধান্ত নিয়েছিল গম্ভীর, সচিন, সহবাগদের বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের আমদানি করার।

অবসর নিয়েছেন সদ্য। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২৪ ঘণ্টা আগে। এর মধ্যেই বিস্ফোরণ। গম্ভীরের মুখে ধোনির নাম। নিজের প্রাক্তন অধিনায়ককে কার্যত বিঁধে একের পর এক বিস্ফোরক মন্তব্য। পুরনো তিক্ত স্মৃতি এনে বিঁধলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।

ধোনি প্রসঙ্গে গম্ভীর বলছেন, ২০১২ সালের সিবি সিরিজের আগে ধোনি সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর, সচিন, সহবাগদের বাদ দিয়ে ২০১৫ বিশ্বকাপের জন্য নতুন ক্রিকেটারদের আমদানি করার। তবে তিন তারকাকে বাদ দিয়ে জাতীয় দল মোটেই ভাল খেলতে পারছিল না। তাই তিন তারকাকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছিল।

কিন্তু ধোনির সঙ্গে আর সম্পর্ক ভাল হয়নি গম্ভীরের। গম্ভীরই সেকথা ফাঁস করে জাতীয় স্তরের এক প্রচারমাধ্যমে মুখ খুলে বলেছেন, ‘‘যদি আপনি একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই সিদ্ধান্তেই অনঢ় থাকা উচিত। যে বিষয়ে আপনি ইতিমধ্যেই ভেবে ফেলেছেন সে বিষয়ে আর পুনর্বিবেচনা করা উচিত নয়।’’

পুরনো সেই কথা আজও ভুলতে পারেন না গম্ভীর। প্রাক্তন তারকা বলছিলেন, ‘‘২০১২ সালের ত্রিদেশীয় সিরিজের আগে ধোনি জানায়, ও আমাদের একসঙ্গে খেলাতে পারবে না। কারণ, ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা আমার কাছে প্রচণ্ড শকিং ছিল। ভাবতেই পারিনি, ২০১২ সালে কাউকে বলা হবে, ২০১৫ সালে সে সুযোগ পাবে না। আমি সবসময়ে বিশ্বাস করতাম, যদি কেউ রান করে যায়, তাহলে বয়স কেবল একটা সংখ্যামাত্র।’’

এখানেই না থেমে গম্ভীর বলেছেন, ‘‘সেই সিরিজে আমাদের একসঙ্গে খেলানো হয়নি। রোটেশন অনুযায়ী খেলার সুযোগ পেতাম আমরা। তবে মরণ-বাঁচন পরিস্থিতিতে আমাদের একসঙ্গে নামানো হতো।’’

এখানেই ধোনির নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গম্ভীরের বক্তব্য, এমন ভাবে সিদ্ধান্ত বদল অর্থহীন। অর্থাৎ প্রথম সিদ্ধান্ত অথবা দ্বিতীয় সিদ্ধান্ত ভুল ছিল, এটাই বক্তব্য গম্ভীরের।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে