সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪:৪৪

'শূন্য' বলে ১৪ রান! এমনই এক কাণ্ড করে বসলেন...

'শূন্য' বলে ১৪ রান! এমনই এক কাণ্ড করে বসলেন...

স্পোর্টস ডেস্ক: ছোটো ফরম্যাটের ক্রিকেটে রান হওয়াটাই স্বাভাবিক। বোলাররা রান হজম করবেন আবার দলকে জেতাবেনও। কিন্তু তাই বলে ম্যাচের শেষ ওভারে রান হজম করলে যে জয় পাওয়া বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। ফের তেমনই ঘটনা ঘটল।

দক্ষিণ আফ্রিকার মাঞ্ঝি সুপার লিগে এমনই এক কাণ্ড করে বসলেন ডারবান হিটের বোলার মার্চান্ট ডি ল্যাং। 'শূন্য' বলে ১৪ রান হজম করলেন তিনি। লিগের ম্যাচে জোজি স্টার্সের বিরুদ্ধে।

প্রথমে ব্যাট করে ১২৮ রান করে ডারবান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জোজির রান ছিল ১১৭/৯। ফলে শেষ দুই বলে দরকার ছিল ১২ রান। তবে পরপর দুই বলে দুটি নো-বল করেন তিনি। সেই নো-বলে আবার দুটি ছয় মারেন জোজির ব্যাটসম্যান নোনো পোনগোলো। যার অর্থ দাঁড়ায় শূন্য বলে ১৪ রান। ফলে ১৯.৪ ওভারের ১৩১/৯ শেষ করে স্টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে