মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৬:০২

জীবনের প্রথম বিবাহ-বার্ষিকীতে অনুষ্কাকে সেরা উপহারটা দিলেন কোহলি

জীবনের প্রথম বিবাহ-বার্ষিকীতে অনুষ্কাকে সেরা উপহারটা দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই বিবাহ বার্ষিকী৷ কোহলি-অনুষ্কার বিয়ের এক বছর পার৷ জীবনের প্রথম বিবাহ-বার্ষিকীতে অনুষ্কাকে সেরা উপহারটা দিয়ে দিলেন কাপ্তান কোহলি৷

দেশের ক্রিকেট ইতিহাসে অজি সফরে গিয়ে প্রথম টেস্টই জয় তুলে নেওয়ার নজির নেই ভারতীয় কোনও অধিনায়কের৷ সেই নজিরই এখন বিরাটের ঝুলিতে৷ অ্যাডিলেডে ৩১ রানে ম্যাচ জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কিং কোহলির ভারত৷ বিবাহ বার্ষিকীতে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে কোহলির দেওয়া এর চেয়ে ভাল উপহার কীই বা হাতে পারত? ম্যাচ শেষে কোহলির মুখের আবেগই বলে দিচ্ছিল মুখে কিছু না বলেলেও অনুষ্কাকে সেরা উপহারটা বিবাহ বার্ষিকীর একদিন আগেই দিয়ে দিলেন তিনি৷

২০১৭ সালে ১১ ডিসেম্বর ইতালিতে চার হাত এক হয় বিরুষ্কার৷ সেই ভাইভোল্টেজ বিয়ে নিয়ে লুকোছাপাও কম ছিল না৷ সংবাদমাধ্যমেকে এড়িয়ে চলতে ভারতের পরিবর্তে ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে ইতালিকে বেছে নেয় এই যুগল৷ নিমন্ত্রিতদের তালিকায় ছিল শুধু পারিবারিক বন্ধুরা৷ ইতালিতে বিয়ে সেরে দেশে ফিরে দিল্লিতে জমকালো রিসেপশন থ্রো করেছিলেন এই ক্রিক-বলি জুটি৷ হাইভাল্টেজ সেই বিয়েরই বছর পার৷

জীবনের বিশেষ এই দিনটি কোহলির সঙ্গে সময় কাটাতে বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডেই রয়েছেন অনুষ্কা৷ শুধু তাই নয়, ম্যাচের দ্বিতীয় দিন ভারত বনাম অজি ম্যাচে চোখ ছিল তাঁর৷ টিভিতে নয় অ্যাডিলেডের গ্যালারিতে হাজির ছিলেন পিকু গার্ল৷ রাত পোহালেই যে বিয়ের এক বছর পূর্তি৷ মেগা বিবাহ বার্ষিকীর গ্র্যান্ড প্রিপারেশন করতেই হয়ত ব্যাস্ত রয়েছেন অনুষ্কা৷ জীবন সঙ্গিনী’র থেকে সাইপ্রাইজ গিফ্ট হাজির হওয়ার আগেই অবশ্য ম্যাচ জিতে স্ত্রীকে প্রথম বিবাহ বার্ষিকীর উপহার দিয়ে মাঠ ছাড়লেন কোহলি৷

অ্যাডিলেডে ব্যাটসম্যান কোহলি ব্যাক্তিগত সাফল্যে চোখ কাড়তে না-পারলেও অধিনায়ক বিরাট কিন্তু একাধিক নজির গড়ে ফেললেন৷ বিরাটই প্রথম এশিয়ান অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে একটি করে টেস্ট ম্যাচ জিতলেন৷ ভারতীয় অধিনায়কদের মধ্যেও এই কীর্তি একমাত্র বিরাটেরই রয়েছে৷

 রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে একটি করে টেস্ট ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের টেস্ট জয়ের সাফল্য নেই৷ অন্যদিকে ২০০৮ এর পার্থে কুম্বলের নেতৃত্বে অজি ভূমিতে টেস্ট জয়ের দীর্ঘ এক দশক পর কোহলির নেতৃত্ব ব্র্যাডম্যানের দেশে টেস্ট জিতল ভারত৷

অন্যদিকে এই অ্যাডিলেড বিরাটে অন্যতম পয়া মাঠ৷ এখানেই টেস্ট কেরিয়ারের প্রথম শতরান৷ শেষ অস্ট্রেলিয়া সফরে এই মাঠেই দুই ইনিংসে দুটি শতরান৷ এখানেই আবার অজিভূমিতে অধিনায়ক হিসেবে টেস্ট জয়৷ সেই পয়া মাঠেই সিরিজে ১-০ এগিয়ে গিয়ে অনুষ্কাকে প্রথম বিবাহ বার্ষিকীর বিশেষ উপহারটা দিয়ে দিলেন ভিকে৷

একনজরে বিদেশের মাটিতে ২০১৮ সালে ক্যাপ্টেন কোহলির সাফল্য-
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে পথ চলা শুরু ভারতের৷ ব্যার্থতার মাঝেই জোহানেসবার্গে টেস্ট জয় কোহলিদের নাছোড় মানসিকতার সাক্ষী৷পরের ইংল্যান্ড সফরে ভারতীয় ব্যাটিংয়ের খারাপ বিজ্ঞাপনের মাঝে নটিংহ্যামে টেস্ট জয়৷ আর এবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ‘বিরাট’ হুংকার ভারতের৷ উত্তেজক ম্যাচে ৩১ রানের এই জয়ে অজিদের ডেরায় সিরিজ জয়ের ভিত মজবুত করল কোহলি অ্যান্ড কোম্পানি৷-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে