মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০৩:২৯:৫৭

ইনিংস বড় করতে পারলেন না মুশফিক

ইনিংস বড় করতে পারলেন না মুশফিক

নিউজ ডেস্ক:  তামিমের বিদায়ের পর নিজের ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম। ৮০ বলে ৬২ রানের ইনিংস খেলে ওশানে থমাসের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। উইকেটে আছেন দুই নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস টাইগার ইনিংসের সূচনা করেন । প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই একাদশ সাজায় টাইগাররা। প্রথম ম্যাচে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে টাইগার পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ একসঙ্গে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে।

দ্বিতীয় ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ওপেনিংয়ে নামা লিটন দাস। দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে লেগ সাইটে খেলতে গিয়ে ব্যাট প্যাডে লেগে ইনজুরিতে পড়েন লিটন। পড়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ওশানে থমাসের গতিতে পরাস্ত হয়ে উইকেটে এসে দাঁড়াতেই পারেন নি ইমরুল কায়েস। কোন রান না করেই উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

চতুর্থ ওভারেই উইকেট থেকে দুই ওপেনারের বিদায়ে ম্যাচের শুরুতেই বিপর্যয়ে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজন মিলে ম্যাচের ১২ তম ওভারেই অর্ধশত রানের জুটি গড়েন।

প্রথম ওয়ানডেতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলার পর মুশফিক যেন সেখান থেকেই শুরু করেছেন দ্বিতীয় ওয়ানডে। চতুর্থ ওভারে উইকেটে এসে দলের প্রাথমিক বিপর্যয় সামলে তামিমের সঙ্গে জুটি বাঁধেন। তুলে নেন টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ৩২ তম ওয়ানডে অর্ধশতক।

দীর্ঘ ইনজুরি থেকে ফিরেই দ্বিতীয় ম্যাচে অর্ধশতক তুলেই উইকেট হারান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম ম্যাচে তার ব্যাট না হাসলেও আজ দ্বিতীয় ম্যাচে নজরকাড়া সব শটে ক্যারিবীয় বোলারদের পাত্তা না দিয়ে চার ৪ ও ১ ছয়ে ক্যারিয়ারের ৪৩ তম অর্ধশতক তুলে দেবেন্দ্র বিশুর বলে বড় শট খেলতে গিয়ে কেমার রোচের হাতে ক্যাচ দেন। ৬৩ বলে তামিমের ব্যাট থেকে আসে ৫০ রান। মুশফিকের সঙ্গে গড়েন ১১১ রানের জুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে