মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:১৩:১৪

শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে বড় ব্যাবধানে হেরে সিরিজে পিছিয়ে থাকা সফরকারীরা শেই হোপের দুর্দান্ত শতকে টাইগারদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে। 

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ করে বাংলাদেশ। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ওয়ানডে ৪ উইকেটে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিতে ৫০ ওভারে ২৫৫ রান করে বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে সাকিব ৬৫, মুশফিক ৬২, তামিম ৫০ ও মাহমুদউল্লাহ ৩০ রান করেন। অন্যদিকে উইন্ডিজদের হয়ে ওশেন থমাস ৩টি, কেমার রোচ, কেমো পল, রোভমান পাওয়েল ও দেবেন্দ্র বিশু ১টি করে উইকেট শিকার করেন।

২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে উইন্ডিজরা। চন্দ্রপল হেমরাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাঝঘরে পাঠান মিরাজ। ৩ রান করে ফিরেন তিনি। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন ব্রাভো ও হোপ।

তবে ২৭ রান করে রুবেলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন ব্রাভো। এরপর টাইগার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন হোপ ও স্যামুয়েলস। কিন্তু সেই জুটি ভাঙ্গেন মোস্তাফিজুর রহমান। ২৬ রান করে মুশফিকের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন স্যামুয়েলস।

এরপর উইন্ডিজ শিবিরে নিজের দ্বিতীয় আঘাত হানেন রুবেল। ১৪ রানেই হেটমায়ারকে সাঝঘরে ফেরান তিনি। এবার উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সাঝঘরে পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি। ১ রান করে সৌম্যকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর পর মোস্তাফিজের বলে রোস্টন চেজ ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন।

এদিকে উইন্ডিজের বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও দুর্দান্ত শতক তুলে নিয়েছেন শাই হোপ। ১১৮ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানাহতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তিনি দলকে দারুণ জয় এনে দেয়। এদিকে শাই হোপ ১৪৬ রকানে অপরাজিত থাকে।

এদিকে রুবেল ও মোস্তাফিজুর দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দ্রপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমনন হ্যাটমিয়ার, রোভমান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশেন থমাস। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে