বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪:৫৩

আউট হয়ে গেলেন মোসাদ্দেক, বাংলাদেশ এখন পর্যন্ত ১১৯ রান

আউট হয়ে গেলেন মোসাদ্দেক, বাংলাদেশ এখন পর্যন্ত ১১৯ রান

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং প্লেয়ার্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর এই ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন লঙ্কান অধিনায়ক।

এদিকে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই জাকির হাসানের উইকেট হারায় টাইগাররা। ৪ বলে ১ রান করে আউট হন তিনি।

দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্তকে হারায় দলীয় ৩০ রানে। ২৩ বলে ১০ রান করে আউট হন তিনি। ৪১ রানের মাথায় আউট হয়ে যায় অধিনায়ক সোহানও। তিনি আউট হন ৮ রান করে।

এরপর ব্যাট হাতে দলকে এগিয়ে নেওয়ার কাজ করেন মোসাদ্দেক ও মিজানুর। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে মেন্ডিসের বলে ফেরেন মোসাদ্দেক। অন্যদিকে অর্ধশতকের দেখা পেয়েছেন মিজানুর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান। (মিজানুর ৫৪*, ইয়াসির ৪*)

বাংলাদেশ একাদশ: মিজানুর, জাকির, শান্ত, মোসাদ্দেক, আফিফ, ইয়াসির, নুরুল, শরিফুল, শফিউল, নাঈম হাসান, তানভির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে