শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৩১:১৪

১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (১৪ই ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ শেষে উইডিজদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ১৭ই ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

গত আগস্টে উইন্ডিজদের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে দলে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমানের বাদ পড়া ছিল স্বাভাবিকই। এছাড়া আরও বাদ পড়েছেন ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও ডানহাতি পেসার আবু জায়েদ রাহি।

অন্যদিকে স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন।

উইন্ডিজ সিরিজের বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

সফরকারী উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১৭ ডিসেম্বর- প্রথম টি-টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
২০ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে