শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৪২:২২

অনফিল্ড এই ঘটনার এক পর্যায়ে তামিম ইকবাল হস্তক্ষেপ করেন

অনফিল্ড এই ঘটনার এক পর্যায়ে তামিম ইকবাল হস্তক্ষেপ করেন

স্পোর্টস ডেস্ক: সিরিজের ৩য় ম্যাচে যখন রোভম্যান ব্যাটিং করেছিলেন তখন ৩০ গজের বাহিরে ছিলো ৬ জন ক্রিকেটার। কিন্তু নিয়েম অনুযায়ী থাকার কথা ছিলো ৫ জন ক্রিকেটারের।

সেই সময়তেই মিরাজের বলে আউট হোন রোভম্যান। কিন্তু একজন মানুষ বেশি থাকায় সেটা নো বল হওয়ার কথা ছিলো। তবে রোভম্যান খেয়াল না করলেও দ্বাদশ প্লেয়ার কার্লোস ব্র্যাথওয়েট ঠিকই খেয়াল করেছেন এবং মাঠে পানি নিয়ে এসে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণের চেস্টা করেছেন। ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গেছে। যেহেতু ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা। অনফিল্ড এই ঘটনার এক পর্যায়ে তামিম ইকবাল হস্তক্ষেপ করলে মাঠ ছেড়ে ব্র্যাথওয়েট চলে যান।

কিন্তু খেদ চেপে রাখতে পারেননি পাওয়েল। তাই শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হতাশা চেপে রাখতে পারলেন না।

‘অবস্থাটি এমন, লেগ সাইডে বাংলাদেশের ফিল্ডার ছিল ৬ জন। সাধারণত লেগ সাইডে ৬ ফিল্ডার থাকলে ‘নো’ বল বলে পরিগণিত হয়। এটা আসলে কিছুটা হতাশার যে আম্পায়ার বিষয়টি খেয়াল করেননি। যাই হোক ভুল মানুষেরই হয়।’

‘অবশ্যই আপনি চাইবেন না কেউ এভাবে আউট হোক। আমার ধারণা সেকারণেই ব্র্যাথওয়েট মাঠে এসেছিল। সত্যি কথা বলতে আমি এটা খেয়াল করিনি।’ যোগ করেন রোভম্যান।

সংবাদ সম্মেলনে এসে টাইগার দলপতি মাশরাফিও বললেন রোভম্যান আউট হননি। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান জানালেন না।

‘আমরা সবাই জানি ওটা নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, আউট করার জন্য, মিরাজ যেভাবে বোলিং করছিলো, ফিল্ডিং ক্লোজ করতে করতে ওই সময় ৬টা হয়ে গিয়েছিল। তাই আম্পায়ার যেটা বলেছে ঠিক সেটাই হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে