শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭:২৫

উইকেটটা বুঝতে ভুলই হয়ে গিয়েছিল

উইকেটটা বুঝতে ভুলই হয়ে গিয়েছিল

স্পোর্টস ডেস্ক: এই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোভম্যান পাওয়েল। পরের সিরিজে জেসন হোল্ডার নিয়মিত দায়িত্বে ফিরলে হয়তো ছেড়েই দিতে হবে জায়গাটা। ম্যাচের পর জানালেন, উইকেটটা বুঝতে ভুলই হয়ে গিয়েছিল ক্যারিবীয়দের

প্রশ্ন : ৯৯ রানে ৫ উইকেট হারানোর পর কতটা বিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে?

পাওয়েল : অবশ্যই আশাবাদী ছিলাম। শাই হোপ গোটা সিরিজে দারুণ ব্যাট করেছে, সে তো তখন ক্রিজে ছিল। কিন্তু সিরিজজুড়েই আমরা একটা দল হিসেবে ব্যাটিং করতে পারিনি। এটা সত্য যে এমনটা বিগত কয়েকটা সিরিজ ধরেই চলছে এবং আমরা সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারিনি।

প্রশ্ন : ওশান টমাসকে কেন একাদশে রাখা হলো না?

পাওয়েল : আমরা ভেবেছিলাম উইকেটে বল হয়তো আরেকটু ঘুরবে। এই মাঠে যে এত শিশির পড়ে, সেটা আমরা জানতাম না। ঢাকার চেয়ে এখানে শিশির বেশি। আমরা কন্ডিশনটা বুঝতে ভুল করেছি, বলতে পারেন একটা মানবিক ভুল।

প্রশ্ন : প্রথম ইনিংসের পরই কি সব আশা শেষ হয়ে যায়?

পাওয়েল : সত্য কথা বলতে কি, না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং খুব ভালো হচ্ছে। সব সময় ভেবেছিলাম, শুরুতে উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশকে আমরা কিছুটা চাপে রাখতে পারব। আমরা চেয়েছিলাম টপ অর্ডারকে দ্রুত আউট করে পরের দিকের ব্যাটসম্যানদের চাপে ফেলতে।

প্রশ্ন : ইতিবাচক প্রাপ্তি কি এই সিরিজ থেকে?

পাওয়েল : শাই হোপ। আমাদের ওর কাছ থেকে অনেক সাহস নিতে হবে। দুটি ম্যাচে সে একা দাঁড়িয়েছে এবং ৫০ ওভার ব্যাটিং করেছে। সে দেখিয়েছে এখানে, বাংলাদেশের উইকেটেও ভালো করা সম্ভব। শুধু আমাদের নিজেদের সামর্থ্য কাজে লাগাতে হবে।

প্রশ্ন : উইকেটের ধরনটা বুঝতে কি ভুল হয়ে গিয়েছিল?

পাওয়েল : হ্যাঁ তা-ই। আমরা উইকেট বুঝতে ভুল না করলে ওশানে টমাসকে বাদ দিতাম না। সে আমাদের দ্রুততম বোলার আর এ রকম উইকেটে তাকেই আমাদের দরকার ছিল। এটা এমন একটা ভুল, যেটা হয়ে গেছে।

প্রশ্ন : কার্লোস ব্র্যাথওয়েটের তর্কটা কী নিয়ে ছিল?

পাওয়েল : এই সময় বাংলাদেশের ছয় ফিল্ডার লেগসাইডে ছিল। সাধারণত লেগসাইডে ছয় ফিল্ডার থাকলে নো বল হয়। ছয়-সাতটা বল লেগসাইডে ছয়জন ফিল্ডার রেখে বল করা হলো আর আম্পায়াররা সেটা দেখলেন না, এটা দুঃখজনক। এটা একটা মানবীয় ভুল। তাই মাঝেমধ্যে ভুলকে ছাড়ও দিতে হয়।

প্রশ্ন : নিজের আউট নিয়ে কী বলবেন?

পাওয়েল : অবশ্যই এভাবে কেউ আউট হতে চাইবে না। আমি নিজে কোনো রান করতে পারিনি এই সিরিজে। বড়দিনের উৎসবের বন্ধে আমাকে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে