শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৫:১৬

রেটিং পয়েন্টের নতুন হিসাব নিকাশের সামনে বাংলাদেশ

রেটিং পয়েন্টের নতুন হিসাব নিকাশের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। এখন টি-টুয়েন্টি সিরিজ শুরুর পালা। আর এতে রেটিং পয়েন্টের নতুন হিসাব নিকাশের সামনে বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়দের হারালেও রেটিং পয়েন্ট বাড়েনি টাইগারদের। তবে সেই সম্ভাবনা নেই টি-টুয়েন্টিতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলেই রেটিং পয়েন্ট বাড়বে টাইগারদের।

বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৭৭। যদি ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট দাড়াবে ৮৪। ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কার থেকে যা ৩ পয়েন্ট কম হবে।

যদি ২-১ ব্যবধানে জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮১। যদি ২-১ ব্যবধানে হেরে যায় তাহলে পয়েন্ট থাকবে ৭৭। যদি ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে পয়েন্ট কমে দাড়াবে ৭৪ এ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে