শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৯:১৯

ইনজামাম আর তিন অংক ছোঁয়ার পথে বিরাট কোহলি

ইনজামাম আর তিন অংক ছোঁয়ার পথে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়লেও ব্যক্তিগত ব্যাটিংটা ভালো হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। পার্থে চলতি দ্বিতীয় টেস্টে অজিদের সাড়ে তিনশর নিচে আটকে রেখে নিজেদের প্রথম ইনিংসে ভালো অবস্থানেই আছে ভারত। আজিঙ্কা রাহানেকে সঙ্গী করে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। সব ঠিক থাকলে আগামীকাল রবিবার সকালেই তিনি পেয়ে যেতে পারেন ক্যারিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি।

ইনজামাম আর তিন অংক ছোঁয়ার পথে বিরাট কোহলি। অজিদের ৩২৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান। বিরাট কোহলি অপরাজিত আছেন ৮২ রানে। তার সঙ্গী রাহানে ৫১ রানে দিন শেষ করেছেন। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৯০* রান। কাল তিন অংকে পৌঁছতে পারলে এটি হবে অজিদের বিপক্ষে কোহলির ৭ম সেঞ্চুরি। সেইসঙ্গে তিনি ছুঁয়ে ফেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ২৫ সেঞ্চুরির রেকর্ড।

যদিও ভারতের শুরুটা এত ভালো ছিল না। দলীয় ৬ রানেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান মুরালি বিজয়। ১২ বল খেলে নামের পাশে 'ডাক' নিয়ে ফিরতে হয় তাকে। অপর ওপেনার লোকেশ রাহুলও ব্যর্থ। হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ফিরেন মাত্র ২ রানে। লম্বা ইনিংস খেলতে পারেননি আগের ম্যাচের নায়ক চেতেশ্বর পুজারা। স্টার্কের বলে পাইনের গ্লাভসবন্দি হওয়ার আগে তার সংগ্রহ ২৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে