রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:১১:৫১

আমাদের দলটি ১১ জনের, চার বা পাঁচ জনের নয় : রোডস

আমাদের দলটি ১১ জনের, চার বা পাঁচ জনের নয় : রোডস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পঞ্চপান্ডব বলা হয় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। তাদের প্রতি দল একটু নির্ভরশীল; সবাই এটা মনে করলেও এ ব্যপারে ভিন্নমত প্রধান কোচ স্টিভ রোডসের।

তিনি বলেন, ‘আমি বুঝি না কেন সবাই ‘বিগ ফাইভ’কে নিয়ে এত কথা বলে? তবে আমি অমন বলি না। আমি সেভাবে চিন্তাও করি না। আমার সবসময় মনে হয় আমরা একটি দল এবং আমাদের একটি স্কোয়াড আছে। সেই পাঁচজন ঐ স্কোয়াডেরই অংশ।’

মিরাজ, সৌম্য, লিটন ও মোস্তাফিজের নাম ধরে কোচ স্টিভ রোডস বোঝানোর চেষ্টা করলেন, এই চার তরুণও উঠে আসছে, এসেছেও। তারাও এখন নিয়মিত পারফর্ম করছে এবং দলের সাফল্যে অবদান রাখছে। তাই তিনি শুধু পঞ্চপান্ডবকেই সব কৃতিত্ব দিতে নারাজ।

রোডস আরো বলেন, ‘আমার মনে হয় না কেউ তাকে টপ ফাইভে রাখেন।’ মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘মিডিয়াকে বুঝতে হবে আমাদের দলটি ১১ জনের এবং স্কোয়াডটি ১৫ থেকে ১৬ জনের। চার বা পাঁচ জনের নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে