রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০২:১২:২৯

ওয়ানডে সিরিজ হেরে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

ওয়ানডে সিরিজ হেরে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সামনে এবার ক্যারিবীয়দের শক্তির জায়গা টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে সাই হোপের অপরাজিত সেঞ্চুরি প্রেরণা যোগাচ্ছে টিম ওয়েস্ট ইন্ডিজকে। তাই টি-টোয়েন্টিতে নিজস্ব ব্র্যান্ডের খেলা দেখানোর প্রত্যাশা দলটির।

সিলেটে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৮ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগাররা। তবে সিরিজ হারলেও উইকেট নিয়ে কোন অভিযোগের কথা বলেননি উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সিলেটে দল হারের পর তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা ভাবিনি উইকেট এতটা ভালো হবে। এটা বেশ ভালো উইকেট ছিল। ৫০ ওভার খেলার জন্য এটা দারুণ উইকেট।’

অন্যদিকে, শেষ দুই ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রেরণা যোগাচ্ছেন সাই হোপ। এই প্রেরণা টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগানো নিয়ে পাওয়েল বলেন, ‘সাই হোপের কাছ থেকে আমরা সাহস ও অনুপ্রেরণা নিতে পারি। উভয় ম্যাচেই সে পুরো ৫০ ওভার ব্যাট করেছে। সে প্রমাণ করেছে বাংলাদেশের উইকেটেও ভালো করা যায়। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। 

টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো দল রয়েছে। আমাদের কেবল কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে হবে। আমরা জানি এখানে বেশ শিশির পড়ে এবং এটা বেশ ভালো উইকেট। এখন খোলস থেকে বেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ যে ব্র্যান্ডে খেলতে চায় সেটা দেখানো দরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে