রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৭:৫৩

মিরাজের ফর্ম অবিশ্বাস্য, লিটন বরাবরই বিপজ্জনক ব্যাটসম্যান: রোডস

মিরাজের ফর্ম অবিশ্বাস্য, লিটন বরাবরই বিপজ্জনক ব্যাটসম্যান: রোডস

স্পোর্টস ডেস্ক: সদ্যই উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। টেস্টের মত ওয়ানডেতেও উইন্ডিজদের হারিয়েছে টাইগাররা। আর দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের।

এক কথায় বাংলাদেশের ক্রিকেটের সাফল্য এই পঞ্চপাণ্ডবকে ছাড়া অনেক কঠিন। কিন্তু এই পাঁচজন ক্রিকেটারের উপর দলের নির্ভরতা পছন্দ নয় বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসের।

সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই পারফর্ম করছে এটা দারুণ ব্যাপার। আমি জানি না লোকে কেন বিগ ফাইভের কথা বলে। কিন্তু আমরা তো একটি দল, একটি স্কোয়াড।’

মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সৌম্য সরকারকে নিয়ে তিনি বলেন, ‘মিরাজের কথা ধরুন, তার ফর্ম অবিশ্বাস্য। সব ফরম্যাটে ভালো করছে। নিজেকে মেলে ধরার দারুণ এক উদাহরণ সে। এমনকি এশিয়া কাপের ফাইনাল ওপেনে নেমেও ভালো করেছিল। সৌম্য ফিরে এসে খুবই ভালো খেলছে। লিটন বরাবরই বিপজ্জনক ব্যাটসম্যান, বড় ম্যাচে ভালো করেছে।’

অন্যদিকে মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘আরও অনেকে অবদান রাখছে। মোস্তাফিজের কথা কেউ বলে না। কিন্তু ওয়ানডেতে কী দুর্দান্ত সে! বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন। সে কি বিগ ফাইভের অংশ? আমি নিশ্চিত নই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে