রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৭:৪১

২০১৮ সালে ওয়ানডের সেরা ১৫ উইকেট শিকারী বোলার যারা

২০১৮ সালে ওয়ানডের সেরা ১৫ উইকেট শিকারী বোলার যারা

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে বল হাতে আলো ছড়িয়েছেন অনেক বোলার। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এই বছর ওয়ানডে ক্রিকেটে বল হাতে আলো ছড়ানো সেরা পাঁচ বোলারের মধ্যে চারজনই স্পিনার। আলো ছড়ানো সেরা পাঁচ বোলারের মধ্যে চারজনই স্পিনার।

২০১৮ সালে সবচেয়ে বেশি উইকেট আফগানিস্তান তারকা রশিদ খানের। ৪৮টি উইকেট তার। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব। তার উইকেট ৪৫টি। তিন নম্বরে থাকা স্পিনারের নাম আদিল রশিদ। ৪২টি উইকেট তার। আর চারে আছে মুজিব উর রহমান। তার উইকেট ৩৭টি।

এরপর প্রথম পেসার হিসেবে আছেন জিম্বাবুয়ের চাতারা। ৩০টি উইকেট তার। বিশ্বের সকল পেসারদের ছাড়িয়ে এরপর আছেন মুস্তাফিজ। তার উইকেট ২৯টি।

তালিকার সাতে আছে আরেক ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহাল। তার উইকেটও ২৯টি। এরপর আছে মঈন আলী (২৯)। নয় নম্বরে আছে আকিলা ধনাঞ্জয়া। এই বছর তার উইকেট ২৮টি। ১০ নম্বরে থাকা লুঙ্গি এনগিদির উইকেট ২৬টি। সমান ২৬ উইকেট নিয়ে ১১ নম্বরে আছে মাশরাফি।

এরপর তালিকার ১২ থেকে ১৫ নম্বরের মধ্যে আছে যথাক্রমে- পেরেরা (২৫), গ্রায়েম ক্রেমার (২৫), নাভিদ (২৪), নবি (২৪)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে